শেরপুর প্রতিনিধিঃ আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে গরীব অসহায় এবং প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন।
সোমবার বিকেল তিনটার দিকে শেরপুর সরকারি কলেজ মাঠে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রায় ১০০ জন অসহায় প্রতিবন্ধীদের মাঝে এই উপহার তুলে দেন সংগঠনের সদস্যবৃন্দ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মণ্ডলীর সদস্য, আহবায়ক জনউদ্যোগ শেরপুর জেলা ও শেরপুর পুলিশ লাইন্স একাডেমির অধ্যক্ষ জনাব আবুল কালাম আজাদ, ডাঃ ফয়জুল আলম, তাহমিনা জলি এবং আজকের তারুণ্যের সদস্যবৃন্দদের মধ্যে মোঃ রবিউল ইসলাম রতন, এইস.বি.ইতি, জাহিদুল খান সৌরভ, নিপা, দিপ্ত মোদক, সাব্বির আহম্মেদ তুষার, ইশরাত মল্লিকা, আকাশ মিয়া, শামসুজ্জামান কবির সাঈদ, তৌহিদুর রহমান, শাহরিয়ার শাকির, সৈয়দ মোহাম্মদ সোহাগ, হিজবুল আলম হিজেল, মোঃ সোহানুর রহমান নিলয়, নাফিউ হোসেন, প্রত্যয় কুমার, ওসমান গনি, আরিফুল ইসলাম আরিফ, উজ্জ্বল, জান্নাত আারা জেরিন, আলামিন, মমিনুল আহম্মেদ মিলন, কাকন, রিফাত প্রমুখ।