মাহবুবুর রহমান নাহিদ, স্টাফ রিপোর্টার: “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।” অদ্য ১২ আগস্ট ২০২৩ (শনিবার), শেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা যুব ভবনের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক যুব দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়।
“Green Skills for Youth: Towards a Sustainable World” এই প্রতিপাদ্যকে ধারণ করে আন্তর্জাতিক যুব দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ সালাহ উদ্দিন আহমদ। যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও শেরপুর জেলার বিভিন্ন সংগঠনের সংগঠক বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও যানবাহন চালনা সহকারী প্রশিক্ষক মোঃ আতিক আল হাসান, কবির হোসেন ও মোঃ আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হামিদুর রহমান।