মাহবুবুর রহমান নাহিদ, স্টাফ রিপোর্টার: ক্যাডার কম্পোজিশন সুরক্ষা, স্কেল আপগ্রেডেশন, আন্ত:পদসৃজন, পদোন্নতি, ক্যাডার বৈষম্য নিরসন সহ ন্যায্য দাবিসমূহ বাস্তবায়নের দাবিতে শেরপুরে সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে শেরপুর সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে শেরপুর জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া। অনুষ্ঠানে জেলা কমিটির সভাপতি অধ্যাপক আলিফ উল্লাহ আহসানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রধান অতিথি শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রশীদ, নাজমুল স্মৃতি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রউফ, কেন্দ্রীয় নেতা কাজী হাছানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোখলেছুর রহমান প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। দাবিসমূহ উপস্থাপন করে জানানো হয়, লিখিতভাবে আপত্তি জানানোর পরও শিক্ষা ক্যাডারের তফসিলভুক্ত ৫১২টি পদ তফসিল বহির্ভুত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি চুড়ান্ত করা হয়েছে। যা শিক্ষা ক্যাডারের অস্তিত্বের ওপর আঘাত পড়েছে। শিক্ষা ক্যাডারে পদোন্নতিযোগ্য কর্মকর্তা ৭ হাজারেরও বেশি। অথচ গত দুই বছর ধরে কোন কারণ ছাড়াই পদোন্নতি বন্ধ আছে। তাছাড়া ১২ হাজার ৪৪৪ পদ সৃজনের প্রস্তাব আটকে আছে দীর্ঘ ৯ বছর ধরে। শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদটি তৃতীয় গ্রেডে উন্নীত করার দাবি সহ ‘কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়ের’ দাবী জানানো হয়। দাবিসমূহ বাস্তবায়ন না হলে আগামী ২ অক্টোবর সারাদেশে একদিনের কর্মবিরতি পালন এবং আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিন দিন সারাদেশে একযোগে সরকারি কলেজ, মাদ্রাসা সহ সকল দপ্তরে কর্মরত শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা সর্বাত্মক কর্ম বিরতি পালনের কর্মসূচি ঘোষণা করা হয়। এসময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শেরপুর জেলা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।