ইসমাইল হোসেন,শেরপুর প্রতিনিধি: “গণতন্ত্রী পার্টির অঙ্গীকার দেশ হবে জনতার,জনতার অধিকার গণতন্ত্রী পার্টির অঙ্গীকার” এ-ই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে গণতন্ত্রী পার্টির জেলা কমিটির কর্মীসভা শেষে সকল সদস্যদের সম্মতিক্রমে নব নির্বাচিত গণতন্ত্রী পার্টির জেলা কমিটির ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২) সেপ্টেম্বর রাতে শেরপুর পৌরসভার সম্পদ প্লাজার( ষষ্ঠ তলায়) ১৫ সদস্যের কমিটির চুড়ান্ত ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম. সাধারণ সম্পাদক ইলিয়াস কবীর ও গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম. সাধারণ সম্পাদক মিনহাজ সেলিম।গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অবনী অনিমেষকে সভাপতি ও আবদুল খালেককে সাধারণ সম্পাদক করে শেরপুর জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন জুলহাস উদ্দিন হিরো -সহ সভাপতি, নদী আক্তার- সহ সভাপতি, আব্দুস সাত্তার- সাংগঠনিক সম্পাদক, মো: সাইফুল ইসলাম-দপ্তর সম্পাদক, রুনা ইসলাম- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, জাকিয়া পারভীন- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, আব্দুল্লাহ আল হিশাম-ক্রীড়া সম্পাদক, আফরিন আক্তার আশা- মহিলা বিষয়ক সম্পাদক, সদস্য রিয়াজুল ইসলাম ও ফয়সাল আহমেদ সুমন।