স্টাফ রিপোর্টার: অদ্য ২রা আগস্ট মঙ্গলবার, দুপুর ১.০০ টায় নব যোগদানকৃত পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম (সেবা) এর সাথে শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুর নেতৃত্বে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সহ শেরপুর জেলা আওয়ামী লীগ এবং জেলা যুবলীগের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত করেছে।
নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগমকে ফুলেল শুভেচ্ছা জানানো শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং স্বাধীনতা বিরোধীদের দেশ বিরোধী অপতৎপরতা রুখতে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। এসময় তিনি সরকারি দলের সাধারণ সম্পাদক হিসেবে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা পুলিশকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়াও যারা অগণতান্ত্রিক উপায়ে সহিংসতা, বোমাবাজি ও অগ্নি সন্ত্রাসের মাধ্যমে জনগণের জনরায় দ্বারা নির্বাচিত সরকারকে উৎখাত করতে নানাবিধ পরিকল্পনা করছেন, তাদের ব্যাপারে সতর্ক ও সজাগ থাকার পরামর্শ প্রদান করেন। এ অঞ্চলের জনসাধারণের জান-মালের কোন প্রকার ক্ষতি যেন কেও না করতে পারে সেদিকে নজর রাখতে বিশেষ অনুরোধ করেন।
পুলিশ সুপার মোনালিসা বেগম জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নয়নের জন্যে তার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে নারী নির্যাতন রোধ এবং মাদক নিরোধে সকলের দৃঢ় ভূমিকা পলনের জন্য অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এডভোকেট মুসাদ্দেক হোসেন ফেরদৌসী, সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট ভানু দে, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামাল, সাবেক দপ্তর সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, জেলা পরিষদ সদস্য এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বায়জিদ হাসান, জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেবু খান, জেলা যুবলীগ নেতা আসাদুজ্জামান দুলাল, যুবনেতা আব্দুল মতিন, যুবনেতা শাহ্ মুহাম্মদ ইমতিয়াজ চৌধুরী শৈবাল, কৃষকনেতা এসটিএম লিটন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুরুক চেয়ারম্যান, যুবনেতা শফিকুল ইসলাম, রকিবুল ইসলাম ফিরোজ প্রমুখ।