লেখক: কবি রফিক মজিদঃ
আমাদের মানিক দা
আছেন তিনি সর্বদা
জমায় যেমন খেলার মাঠে
খবরেও সে আছেন বটে।
সংগঠন গড়তে পটু তিনি
তাইতো সবার চোখের মণি
নতুন যত সাংবাদিক ভাই
মানিক দাদার ভক্ত সবাই।
রাজনীতিতেও আছেন দাদা
নেই কোন তার গায়ে কাদা
তার পেছনে বাড়ছে ভীর
তাই হলো সে ‘মানিক পীর‘।