ইসমাইল হোসেন,শেরপুর: শেরপুর সদর উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের অংশ গ্রহনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২জানুয়ারী) সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. উজ্জ্বল হোসেন, যুব উন্নয়ন অফিসার হামিদুর রহমান হিরা। খেলাটি পরিচালনা করেন সাবেক জাতীয় ক্রীড়াবিদ মো. আলমগীর হোসেন।এছাড়া সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও তাদের সন্তানরা, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিক গণ উপস্থিত ছিলেন। এই ক্রীড়া প্রতিযোগিতায় ৫০ মি. ও ১০০ মি. ২০০ মি. দৌড় , মোরগ লড়াই, টেনিস বল নিক্ষেপ, মেমোরী টেস্ট, বিস্কুট/চকলেট দৌঁড়, পিলো পাসিং, শর্ট পুট, ঝুড়িতে টেনিস বল নিক্ষেপসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের প্রথম স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।