ইসমাইল হোসেন ,শেরপুরঃ দৈনিক প্রথম আলো পত্রিকার অনুসন্ধানী সিনিয়র সাংবাদিক, যিনি সুনামের সাথে পেশা দায়িত্ব পালনের মাধ্যমে দেশে বড় বড় রাঘব বোয়ালদের দুর্নীতির চিত্র উন্মোচন করে দেশের উন্নয়নে দৃঢ প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন সরকারী আমলা কর্তৃক হেনস্তা, অমানবিক নির্যাতন ও স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধকতা আইনের নামে রাষ্ট্রের নিরাপত্তার বিঘ্নিত হওয়ার অজুহাতে একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তির অপরাধ ঢাকতে মিথ্যা মামলায় জড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন শেরপুর প্রেসক্লাব সহ শেরপুরের সকল সাংবাদিক বৃন্দ।
১৯ মে বুধবার সকালে শেরপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন এর সঞ্চালনায় এবং সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রেসক্লাব সহ শেরপুরের সকল সাংবাদিক একাগ্রতা পোষণ করেন।
এসময় বক্তারা উক্ত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত সহ স্বাস্থ্যখাতে অব্যাহত দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবী করেন।