ইসমাইল হোসেন,শেরপুর: জাতি-ধর্ম দলমত নির্বিশেষে-রক্ত দিবো হেসে হেসে স্লোগানে শেরপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ১০ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ঘটিকায় সেচ্ছাসেবী সংগঠন মানবতার সংস্থা’র উদ্যোগে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘মানবতা হউক মানুষের জন্য’ স্লোগানকে বাস্তবায়নের জন্য ৯১ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির গঠনের মধ্যদিয়ে সংগঠনের ধারাবাহিক যাত্রায় উপস্থিত সদস্যসহ আগ্রহী সকল লোকজনকে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়।এসময় সেচ্ছাসেবী সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক লাবিব হাসান স্বপন এর সঞ্চালনায় নবগঠিত কমিটির সভাপতি শাহরিয়ার রাজু, সাধারণ সম্পাদক মো. আশিক মিয়া,সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন সুজন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।