মাহবুবুর রহমান নাহিদ, স্টাফ রিপোর্টার: বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অন্তর্গত শেরপুর জেলার বৃহৎ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে শেরপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট -২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
আজ ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার, জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টের সভাপতিত্ব করেন শেরপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোঃ আব্দুর রাজ্জাক খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহ কামাল উদ্দীন, শেরপুর সরকারি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম। এছাড়াও কলেজের অন্যান্য বিভাগের সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক বৃন্দ উপস্থিত ছিলেন।
ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন গণিত বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র নুরনবী সরকার।
উল্লেখ্য, আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ডিগ্রি পাস কোর্স ও রানার্স আপ হয়েছে অর্থনীতি বিভাগ।