ইসমাইল হোসেন,শেরপুর:শেরপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় লাঙ্গল প্রতিকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে তার প্রার্থিতা ঘোষনা করেছেন। ২ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি তার প্রার্থিতা ঘোষণা করেন।সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের তালুকপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সাবেক জাপা নেতা ও বাংলাদেশ জাতীয় পার্টির শেরপুর জেলার সভাপতি আব্দুর রশিদ বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাপা সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি। অন্যান্যের মধ্যে জেলা জাপা’র সাংগঠনিক সম্পাদক এসএম আশরাফ, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ প্রমূখ বক্তব্য রাখেন।এসময় মাহমুদুল হক মনি উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন। তিনি সাংবাদিকদের জানান, “জেলা জাপার সভাপতি মো. ইলিয়াস উদ্দিনও দলীয় মনোনয়ন চাইবেন। দলের সাধারণ সম্পাদক হিসেবে আমিও মনোনয়ন চাইবো। ইতিমধ্যে আমি বিভিন্ন গ্রামে গণসংযোগ শুরু করেছি। শেরপুরের বৃহত্তর চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন থেকে এমপি না পাওয়ায় সকল নেতৃবৃন্দ আমাকে সমর্থন দিয়েছেন। মনোনয়ন পেলে আমি এই আসন থেকে বিজয়ী হব বলে আশাবাদী।”এছাড়াও তিনি আরো বলেন, “দল যাকে মনোনয়ন দিবে তাকেই বিজয়ী করতে আমার সাধ্যমত চেষ্টা করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করছি।”