এজি কায়কোবাদ, বিশেষ প্রতিনিধিঃ বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামে বাগান থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
কাঁথা, চাদর ও রশি দিয়ে বেঁধে পুরাতন টিনে জড়ানো ছিলো ওই মরদেহ।
স্থানীয়রা জানান, প্রচন্ড দুর্গন্ধ পেয়ে এলাকার মানুষ ভীড় করে। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিকে জানানো হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুরের ক্রাইমসিন টিম।