এজি কায়কোবাদঃ গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মাওনা এলাকা হইতে ১১(এগার) কেজি গাঁজা, ০৩টি মোবাইল ফোন সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১, গাজীপুর ক্যাম্প।
১৯ মে (বৃহস্পতিবার) র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম ও সিনিয়র সহকারি পুলিশ সুপার জি এম মাজহারুল ইসলাম এর নেতৃত্বে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মাওনা চৌরাস্তা শিমুল মটরস এর সামনে ময়মনসিংহ টু ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মোঃ মিঠুন(৩০) ও মোঃ রাশেদ(৩৩)দ্বয়—কে আটক করে এবং তাদের দখল হতে ১১(এগার) কেজি গাঁজা উদ্ধার করে।
র্যাব-১ গাজীপুর ক্যাম্প এর কর্মকর্তা এসআই মাহতাব উদ্দিন জানান- জব্দকৃত অবৈধ মাদক গাঁজা সম্পর্কে ধৃত আসামীদের’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে, গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় সুকৌশলে ক্রয়-বিক্রয় করে আসছে।
আসামীদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।