এজি কায়কোবাদ, বিশেষ প্রতিনিধিঃগাজীপুর জেলার শ্রীপুর থানাধীন কাওরাইদ এলাকা হতে ছাত্রলীগ নেতা নয়ন শেখ হত্যা মামলার আসামী গ্রেফতার করেছে র্যাব-১, গাজীপুর ক্যাম্প।
গত ১৩ জানুয়ারি ২০২২ তারিখ গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন কাওরাইদ বাজারস্থ কাওরাইদ বাজার আওয়ামীলীগ পার্টি অফিসের পিছন ঝগড়া বিবাদের জের ধরে দুবৃত্তদের সহিত মারামারি একপর্যায়ে মােঃ নয়ন শেখ মৃত্যুবরণ করেন।
ইতিমধ্যে বর্ণিত ঘটনায় গাজীপুর জেলার শ্রীপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়। হত্যার পর থেকে র্যাব -১, স্পেশালাইজড কোম্পানী, গাজীপুর এই চাঞ্চল্যকর হত্যাকান্ডের আসামীদের গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু ও গােয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
অদ্য ১৫ জানুয়ারি (শনিবার) র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পােড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উপরােক্ত মামলায় জড়িত পলাতক আসামী বিপ্লব(৪৫) এর অবস্থান নির্ণয় করে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার জি এম মাজহারুল ইসলাম এর নেতৃত্বে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন কাওরাইদ এলাকা অভিযান পরিচালনা করিয়া আসামী বিপ্লব কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।