শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ শ্রীমঙ্গলে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ১২ জন সহ মোট ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২৯ মে) মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় সুত্র বিষয়টি নিশ্চিত করে।
আক্রান্তদের শারীরিক অবস্থা ভালো থাকায় নিজেদের বাড়িতে আইসোলেসনে রাখা হয়েছে। তাঁদের বাড়ি লকডাউন করেছে প্রশাসন। জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩৪ জনের একটি দল ক্ষুদ্র ব্যবসায়ী শ্রীমঙ্গলে আসেন। এরা সবাই শ্রীমঙ্গলে ফেরি করে হরেকমাল বিক্রি করে। চাাঁপাইয়ের ১২ জনকে সিন্দুরখান রোডে তাদের ভাড়া বাসায় একসঙ্গে আইসোলেশনে রাখা হয়েছে। বাসাটি লকডাউন করে উপজেলা প্রশাসন। অন্য দুই করোনা আক্রান্তের বাড়িও লকডাউন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের ৩৪ জনের নমুনা পরিক্ষা করে ১২ জনের দেহে করোনা পজেটিভ আসে। একি সঙ্গে শ্রীমঙ্গলের আরো দুজনের নমুনা পরিক্ষার রিপোর্ট পজেটিভ আসে। চাঁপাইয়ের ১২ জন শ্রীমঙ্গলের আরো দুজন সহ মোট ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শ্রীমঙ্গল পরিবার পরিকল্পনা অফিসার ডা. সাজাজাদ হোসেন চৌধুরী বলেন, শনাক্ত ১৪ রোগীকে শ্রীমঙ্গল স্বাস্থ্যকমপ্লেক্্েরর তত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে হঠাৎ করে একদিনে ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় শ্রীমঙ্গলে মানুষের মাঝে চাঁপা আতংঙ্ক বিরাজ করছে।