শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :শ্রীমঙ্গলে বিরল প্রজাতির একটি আইডল স্নেক উদ্ধার করা হয়েছে। দুর্লভ এই সাপটিকে বৃহস্পতিবার ( ১০ জুন ) সকালে নতুনবাজার থেকে উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
সজল দেব জানান, সকাল সাড়ে ১১টার দিকে সাপটিকে দেখতে পেয়ে একজন তাঁর কাছে ফোন করে জানায়। খবর পেয়ে তিনি নতুনবাজার একটি কাঠাল ভর্তি জীপ গাড়ি থেকে সাপটি উদ্ধার করেন।
ধারণা করা হচ্ছে পাহাড় থেকে কাঠালের সঙ্গে সাপটি বাজারে চলে আসে। লোকালয়ে সাপটিকে কেউ না মেরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেওয়ায়, দুর্লভ প্রজাতির এ সাপটি রক্ষা পায়। সাপটিকে বন্যপ্রণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছে। বনবিভাগের সাথে আলাপ করে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে বলে জানান, স্বপন দেব সজল।