ইজাজুল ঢাকা বুরো প্রধানঃ দেশ- জনতা তথা একটি দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল সূচকের বাস্তব চিত্র তুলে ধরার অগ্নিমশাল হচ্ছে সাংবাদিক । আমাদের দেশের সংবিধানের চতুর্থতম স্তম্ভ । সত্যের সন্ধানে ছুটে চলা তেপান্তরের যাত্রী সাংবাদিকরাই সমাজের আয়না ।
আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মানসিক টেনডেন্সি অনুযায়ী সাংবাদিকতা পেশায় পদার্পন ছেলে মেয়েদের সংখ্যা খুবই কম । সেই জায়গা থেকে সাংবাদিক মোল্লা তানিয়া ইসলাম তমা বর্তমান প্রজন্মের আইকন । স্কুল কলেজে অধ্যায়নরত এই ক্ষুদে সাংবাদিক নিজের ইচ্ছে আগ্রহ আর মেধায় স্কুল কলেজ অতিক্রম করেছেন ভালো রেজাল্ট করে ।
তেমনি সমাজের বিভিন্ন বিষয় সমসাময়িক ঘটে যাওয়া ঘটনার বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারেও প্রশংসার জায়গা করে নিয়েছেন । পেয়েছেন অসংখ্য পুরুস্কার । বর্তমানে ও লগডাউন পরবর্তী সময়েও তিনি সমাজের আয়না হিসাবে কাজ করেছেন এবং করে যাচ্ছেন ।
মহামারী পরিস্থিতিতে গোটা জাতি যখন দিশেহারা তখনও কৈশর বয়সী এই ক্ষুদে সাংবাদিককে সামাজিক কাজে ঝাপিয়ে পড়তে দেখা গেছে । বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালসহ প্রিন্ট মিডিয়ায় তার লেখা প্রকাশিত সংবাদ গুলি পাঠকের বস্তুনিষ্ঠ সংবাদ জানতে সাহায্য করে ।
করোনা মহামারী পরিস্থিতিতে সাধারন মানুষের প্রতি সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি এবং সেই সাথে সাংবাদিক সহযোদ্ধা ভাই বোনদের শুভ কামনা জানিয়েছেন মোল্লা তানিয়া ইসলাম তমা ।