নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি’র) ট্রাফিক উত্তর বিভাগে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এমদাদুল হোসেন নামের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ( ২১ আগষ্ট) দুপুর ১.৫১ মিনিটে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতাল নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)’তে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন। একই দিন বাদ আছর দামপাড়া পুলিশ লাইন্সে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানা যায়, মৃত কনস্টেবল এমদাদুল হোসেন গত ১৮ আগষ্ট শারীরিকভাবে অসুস্থ হলে প্রথমে তাঁকে চিকিৎসার জন্য চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতাল প্রেরণ করা হয়। বিভাগীয় পুলিশ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা দেখে তাঁকে ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শেষে তিন দিনের বিশ্রাম করার পরামর্শ দেন।পরে তিন দিনের বিশ্রাম ভোগরত অবস্থায় ডেঙ্গু পরীক্ষা করানো হয়। এতে রিপোর্ট পজিটিভ হওয়ায় তিনি পুনরায় গত ২০ আগষ্ট চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতাল চিকিৎসকের শরাণাপন্ন হন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান শেষে পুনরায় বিশ্রামের পরামর্শ দেন। বিশ্রাম ভোগরত অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে একই দিনে রাত অনুমানিক ৯.৪৮ মিনিটে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে উক্ত হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় ২১ আগষ্ট দুপুর ১.৫১ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষে পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পরিবার।