আঞ্জুমান মুফিদুল ইসলামের ভবন ও হাসপাতাল নির্মাণ করার লক্ষ্য সিএমপি কমিশনার ও আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সভাপতি কৃষ্ণ পদ রায় এর নিকট পাঁচ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম এর সহসভাপতি শামসুল আলম শামীম।শনিবার (১২ নভেম্বর) নগরীর দামপাড়া পুলিশ লাইনস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম এর নির্বাহী কমিটির অনুষ্ঠিত সভায় এ চেক হস্তান্তর হয়।
সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় এর সভাপতিত্বে, সংস্থার সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরীর সঞ্চালনায় এসময় সভায় উপস্থিত ছিলেন, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রসাশন ও অর্থ) ও আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম এর সহসভাপতি এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) ও সহসভাপতি আ স ম মাহতাব উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সদর) ও নির্বাহী সদস্য আব্দুল ওয়ারিশ, সংস্থার সহসভাপতি মোঃ ইউসুফ সর্দার, শামসুল আলম শামীম, অধ্যাপক কাজী শাহাদাত হোসাইন, প্রফেসর ড. মাহমুদ এ চৌধুরী আরজু, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, নির্বাহী সদস্য আফতাব রহিম চৌধুরীসহ পুলিশের অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ।