অনলাইন ডেস্কঃ সরকারি কমার্স কলেজে ছাত্র সংসদের সাবেক এ,জি,এস, মহানগর সেচ্ছাসেবকলীগের অন্যতম সংগঠক মোঃ মাসুদ খান এর উদ্যোগে রোজাদার দের মাঝে ইফতার বিতরন করা হয়েছে।
অদ্য ১০ই মে চট্টগ্রাম নগরীর চেরগী পাহাড় মোড়
এলাকায় ইফতার বিতরন করা হয়।
মোঃ মাসুদ খান বলেন বিবিসিনিউজ টুয়েন্টি ফোর ডটনিউজ ‘কে মুঠোফোনে বলেন পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতার গ্রহণ রোজার দু’টি গুরুত্বপূর্ণ কাজ ও ইবাদত। উভয় কাজেরই রয়েছে আলাদা আলাদা ফজিলত ও তাৎপর্য। রাতের শেষ সময়ে সাহরি গ্রহণ যেমন মানুষের জন্য বরকত ও কল্যাণের কাজ। তেমনি ইফতারও অনেক ফজিলতপূর্ণ সাওয়াবের কাজ।
পরিশেষে তিনি সকলের নিকট দোয়া চেয়ে বলেন,যাতে এই বছরের মত আগামী রমজানেও এর চাইতে বড় পরিসরে ইফতার বিতরনের আয়োজন করতে পারি এবং বর্তমান প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে বাঁচতে আমাদের সকল হতে হবে সচেতন।
এতে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মিথুন মল্লিক, ওয়াহিদ রাসেল সহ মহানগর ছাত্রলীগ নেতাকর্মীরা।