স্টাফ রিপোর্টারঃ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ৫২ নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর সাজেদুল ইসলাম নগরবাসীকে মুজিবীয় শুভেচ্ছা জানিয়েছেন।
ঢাকা উত্তর মহানগর এর সাবেক তুরাগ থানা কৃষকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে ৫২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আলোচিত নেতা সাজেদুল ইসলাম বলেন,
মহান বিজয় দিবসে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়। যার জন্ম না হলে বাংলাদেশ নামের রাষ্ট্র কখনই হতো না। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল শহীদদের। শ্রদ্ধা জানাচ্ছি ত্যাগ স্বীকার করা লক্ষ লক্ষ বিরাঙ্গনা নারীদের।
এ সময় তিনি আরও বলেন, পাকিস্তান হানাদার বাহিনী ও আলবদরদের যারা সহযোগীতা করেছেন তাদের উত্তরসুরীরা এখনও এই স্বাধীন বাংলার মাটিতে রয়েছেন। তারা এই দেশের উন্নয়ন চায়না। তারা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন প্রকার অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব এস এম মান্নান কচি এবং ঢাকা ১৮ আসনের এমপি আলহাজ্ব হাবিব হাসান ভাইয়ের নেতৃত্বে আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করছি। আগামী দিনের চেলেঞ্জ মোকাবেলা আমার ওয়ার্ড সোচ্চার। বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে আমরা অটল।