স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার আওতাধীন ঝগড়ার চর বাজারের নিকটবর্তী হযরত আবু বকর সিদ্দিকী (রা:) মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব ড. শহীদ মোতাহার হোসেন।
আজ ২৮ নভেম্বর সোমবার আয়োজিত ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনুয়ারচর এম. এইচ. উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল বারী, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আলাউদ্দিন আল আজাদ, মসজিদ কমিটির সহ-সভাপতি মোঃ হায়দার আলী, ডা: মোঃ আব্দুর রহিম, শ্রীবর্দী এ.পি.পি.আই এর অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হান্নান, ডা: আবেদ আলী সাতগ্রাম ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক এস. এম. উমর ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হামিদুর রহমান দুলাল, লিয়াকত আলী, সোজা উদ্দিন সাদা, আলমাছ আলী, আবু সাঈদ হিটলার, রেজুয়ান খোকন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
হযরত আবু বকর সিদ্দিকী (রা:) মসজিদ কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন ড. শহীদ মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মোঃ মাসুদ রানা।