আবদুল আউয়াল,বিশেষ প্রতিনিধি চট্টগ্রামঃ হাটহাজারীতে মালবাহী জিপ – সিএনজি মুখোমুখি সংঘর্ষে মো: ফারুক (২৪) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মির্জাপুর বুড়িপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিক্সা চালক ফটিকছড়ি উপজেলার দক্ষিণ কাঞ্চন নগর এলাকার খান মোহাম্মদ পাড়ার মোহাম্মদ এজহার মিয়ার ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের বুড়ি পুকুর এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সরকারহাট মুখী একটি মালবাহী জিপের সাথে হাটহাজারী মুখী সিএনজি বেবী টেক্সীর মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি চালক ফারুক গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন জানান, সড়ক দুর্ঘটনায় আহত অটোরিক্সা চালক ফারুককে হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়।