ছায়েদ আহমেদ,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়া ও সাংস্কৃতি ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৩তম জন্মদিন উদযাপন ও যুব ঋণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে শুক্রবার সকালে নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা, স্মৃতিচারণ অনুষ্ঠান ও যুব ঋণ বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম হোসেন, যুবউন্নয়ন কর্মকর্তা অজয় চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সহ বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।