ডেস্ক রিপোর্টঃ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ’র সহধর্মিনী পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দক্ষিণবঙ্গের রাজনৈতিক নারী নেতৃত্তের অগ্রদূত বেগম শাহান আরা আব্দুল্লাহ’র ১ ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন ও ইউপি চেয়ারম্যানের আয়োজনে ৭ জুন সোমবার বেলা ২ টার সময় হরিনাথপুর ইউনিয়ন পরিষদ মাঠে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন খান।উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হরিনাথপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ খান, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আমির হোসেন নান্নু মাস্টার, মেমানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মৃধা, হরিনাথ পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মাইনুদ্দিন দিপ্টী, হিজলা উপজেলা যুবলীগ নেতা রায়হান খানসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ – সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব আব্দুল রাজ্জাক মুন্সি।।