হুমায়ন কবির রাব্বি ঃ নগরীর পাহাড়তলীতে হেলাল স্মৃতি সংসদের উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণের আয়োজন করা হয়। শুক্রবার (২৩ এপ্রিল) আয়োজিত উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক কমিটির পক্ষ ও ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী। উক্ত অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক মানুষকে ইফতার বিতরণ করা হয়।
মজিবুর রহমান মন্টু’র সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক লিটন চৌধুরী রিংকু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য সুরঞ্জিত বড়ুয়া লাভু, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম শাহ, নগর যুবলীগের সদস্য আবু বক্কর সিদ্দিক, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা কাজী মোঃ কায়সার উদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রাজেশ বড়ুয়া, মহানগর ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফয়সাল বিন মিজান।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগ নেতা জাবেদ হোসেন, রুবেল দাশ, রনী হোসেন, ছাত্রলীগ নেতা দিদার হোসেন, মাঈনুদ্দিন ইয়াছার রশীদি, কৃষান দাশ, অপূর্ব রাজ, জয়সহ প্রমুখ নেতৃবৃন্দ।