হুমায়ন কবির রাব্বি ঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরের ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর উদ্যোগে নগরীর খুলশীথানাধীন আমবাগান এলাকার হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২১শে এপ্রিল) দুপুর ৩ টার দিকে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডস্থ আমবাগান বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ সামগ্রী বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মোঃওয়াসীম উদ্দিন চৌধুরীর সাভাপতিত্তে ও মো: আবুল হাসেম সাহ’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস্য সুরঞ্জিত বড়ুয়া লাভু,চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের মাননীয় সাংসদ ডা. মোঃ আফছারুল আমীন এমপি’র পুত্র বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ ফয়সাল আমীন,মহানগর যুবলীগের সদস্য আবু বক্কর সিদ্দিক,খালেদ মোশাররফ রকেট, মোজাম্মেল হক, হায়দার আলী,দিদার রহমান তুষার, আব্দুল আওয়াল, আব্দুল মালেক, সাদেক হোসেন, আমিন ইউসুফ মিন্টু, জামিল দেওয়ান, জাবেদ খান, মির শামসুদ্দোহা শাহিন, কাজী মোহাম্মদ কায়সার উদ্দিন, এস এম মাহাতাব, হাজী নাসির, রাজেশ বড়ুয়া, সৌমেন বড়ুয়া, আরিফ নূর সৈয়দ মীর মোঃ সাহেদ, তানবির হোসেন প্রমুখ।