1. admin@bbcnews24.news : admin :
১৮ আসনে দিনবদলের চমক আসতে পারে দক্ষিণ খান থেকে - BBC NEWS 24
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন এস.এম শাহিনুজ্জামান জামালপুর -১ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন নূুর মোহাম্মদ জামালপুর-২ আসনে জাতীয় পার্টির মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময় ও মনোনয়নপত্র জমা ইসলামপুর চিনাডুলীতে ৪০দিনের কর্মসূচি প্রকল্পের কাজ চলমান মহিম উদ্দিনের শাহাদাত বার্ষিকীতে পুষ্পমাল্য অর্পন নান্দাইলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে এমপি তুহিনের মনোনয়নপত্র দাখিল ভালুকায় আ’লীগ নেতাকর্মীদের সাথে সতন্ত্র পার্থীর মতবিনিময়  নান্দাইলে নৌকার মনোনীত প্রার্থী আব্দুস সালামকে হাজারো নেতা কর্মী সংবর্ধনা নান্দাইলে মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে রাজধানী টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১৮ আসনে দিনবদলের চমক আসতে পারে দক্ষিণ খান থেকে

বিবিসি নিউজ ২৪ ডেস্ক
  • সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৪২৫ বার পঠিত

ইজাজুলঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারাদেশে চলছে বিভিন্ন আসনে এমপি প্রার্থীদের দলীয় ব্যানারে প্রচার প্রচারনা।
ঢাকা ১৮ আসন ও তার ব্যাতিক্রম না। ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক খসরু চৌধুরী ইতিমধ্যেই জনসংযোগ ও রাজনৈতিক কর্মকান্ডে সাধারণ মানুষ সহ দলের হাই কমান্ডে প্রসংশা কুড়িয়েছেন। এমপি প্রার্থী খসরু চৌধুরী বলেন, জন নেত্রী শেখ হাসিনা একজন কৃষক, দিনমজুর থেকে শুরু করে গৃহহীন, তৃতীয় লিঙ্গের অসহায়ত্বের চিত্রও নজর এড়াতে পারেনি। পৃথিবীর উন্নত দেশের সাথে তাল মিলিয়ে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি নেত্রীর পরিকল্পনায় ও মেধা বিকাশে বাংলাদেশ প্রবেশসেই আলোকে ঢাকা ১৮ আসনের কতিপয় এলাকার সমস্যা সমাধানে আপনার দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছি।

ঢাকা হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থানা, খিলক্ষেত থানা, দক্ষিণখান থানা এবং উত্তরখান থানা এলাকা সম্প্রতি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনার কারণে জনবহুল ঘন বসতি এলাকায় রূপান্তরিত হয়েছে। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রেলগেটের পূর্বপাশে রয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা সরকারি উচ্চ বিদ্যালয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ, উত্তরখান সরকারি উচ্চ বিদ্যালয়, র‌্যাব কার্যালয়, হজ্জক্যাম্প, আনসার ক্যাম্প, শিল্প প্রতিষ্ঠান সহ আরও বহু প্রতিষ্ঠান।
তদরূপ খিলক্ষেত, কাওলার, হজ্জক্যাম্প, সেকান্দার মার্কেট, আজমপুর, কোটবাড়ি রেলগেট পূর্ব এলাকার আশপাশে অগনিত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় অত্র এলাকায় লক্ষ লক্ষ লোকের বসবাস গড়ে উঠেছে।
ইতোমধ্যে রেলযান বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন সকালে হাজার হাজার মানুষ তাদের কর্মস্থলে যেতে রেলগেট পারাপার হতে দূর্ঘটনা ও বিড়ম্বনার শিকার হচ্ছে। এমতাবস্থায় জনগনের দূর্ভোগ ও দুর্দশা লাঘব এবং সময়কে জয় করার জন্য কয়েকটি জায়গায় ফ্লাইওভার ও আন্ডার পাস নির্মাণ করা জরুরী হয়ে পড়েছে।

১) কোটবাড়ি রেলগেট এর উপর ফ্লাইওভার নির্মাণ ২) আজমপুর রেলগেট এর উপর ফ্লাইওভার নির্মাণ ৩) সেকান্দর মার্কেট রেলগেট এর উপর ফ্লাইওভার নির্মাণ ৪) বিমানবন্দর রেলগেট এর উপর ফ্লাইওভার নির্মাণ এবং আন্ডারপাস নির্মাণ ৫) কাওলার রেলগেট এর উপর ফ্লাইওভার নির্মাণ ৬) খিলক্ষেত রেলগেট এর উপর ফ্লাইওভার এবং আন্ডারপাস নির্মাণ ৭) কাচঁকুড়া হতে ভাতুরিয়া বড়কাউ পূর্বাচল পর্যন্ত বালু নদীতে ব্রীজ নির্মাণ। ৮) হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান এবং ডুমনী ইউনিয়নের রাস্তাঘাট এবং ৬ফুট ডায়া সূয়ারেজ লাইন র্নিমাণ ও উন্নয়ন একান্ত জরুরী ।
উল্লেখ্য যে, গত ১২ বৎসরে ঢাকা-১৮ আসনে ৩টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যথাঃ- ১) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ ২) বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা সরকারি উচ্চ বিদ্যালয় ৩) উত্তরখান সরকারি উচ্চ বিদ্যালয়। উত্তরায় ১টি কুয়েত মৈত্রী হাসপাতাল ব্যতিত কোন উল্লেখ্যযোগ্য উন্নয়ন হয় নাই।
অত্র অঞ্চলের জনগনের দাবি মোট ১৪টি ওয়ার্ড। প্রতি ওয়ার্ডে ১টি সরকারি হাসপাতাল, ১টি সরকারি কমিউনিটি সেন্টার, ১টি সরকারি মার্কেট, ১টি খেলার মাঠ, ১টি শিশুপার্ক, ১টি গণকবরস্থান, ১টি কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহ মাঠ নির্মাণ করা জরুরী।
খাল খননঃ- ১) উত্তরখান, চামুরখান কালভার্ট থেকে সিনোটির খাল পর্যন্ত ৫০ ফুট প্রশস্ত খাল খনন। ২) দক্ষিনখান আশকোনা হজ্জক্যাম্প হতে সিনোটির খাল পর্যন্ত ৫০ ফুট প্রশস্ত খাল খনন করা জরুরি হয়ে পড়েছে।
এই অঞ্চলের জনগনের   দীর্ঘ  দিনে র প্রত্যাশা নিন্ম উল্লেখিত ৬টি রাস্তা যথাঃ- ১) আবদুল্লাপুর মহাসড়ক হতে মৈনারটেক হয়ে নাগরি বাইপাস পর্যন্ত। ২) উত্তরা আজমপুর হতে উত্তরখান হয়ে চামুরখান পর্যন্ত। ৩) সেকান্দার   মার্কেট   রেলগেইট হতে দক্ষিণখান, কাচঁকুড়া হয়ে বাতুরিয়া বালু নদী পর্যন্ত। ৪) আশকোনা হজ্বক্যাম্প হতে দক্ষিণখান, সোনারখোলা, বাওথার সিনোটির খাল পর্যন্ত ৫) খিলক্ষেত হতে বরুয়া হয়ে ডুমনি, পাতিরা নদীর ব্রীজ পর্যন্ত ৬) তুরাগ থানার হরিরামপুর কামারপাড়ার রাস্তা এবং বাউনিয়া রাস্তাটি ৬০ থেকে ৮০ ফুট প্রশস্ত করা জরুরি হয়ে পড়েছে।
উল্লেখিত রাস্তা গুলি জনগণের চাহিদা অনুযায়ী বাস্তবায়ন করা হলে উত্তরা শহরের মত রূপ নিবে, আপনার স্বপ্ন তথা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলায় রূপান্তরিত হবে।
এ অঞ্চলের জনগণ সারা জীবন আপনাকে উৎফুল্য চিত্তে স্বরণ করবে। উপর্যুক্ত রেলগেটের উপর ফ্লাইওভার, আন্ডারপাস, বালু নদীর উপর ব্রীজ নির্মাণ হলে পূর্বাঞ্চলের সাথে যোগযোগ তরাম্বিত হবে ফলে অনেক শিল্পপ্রতিষ্ঠান ও বহুতল বাড়ি ঘর গড়ে উঠবে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে।

অতএব, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশের, জনগণের এবং আমাদের অভিভাবক  আপনার নির্দেশে এবং হস্তক্ষেপে দেশের সবত্র অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে, একজন বীর মুক্তিযোদ্ধা ও আপনার  কর্মী হিসেবে আপনার নিকট বিনয়ের সাথে আমার আকুল আবেদন, উপর্যুক্ত এই গুরুত্বপূর্ণ এলাকায় লক্ষ লক্ষ বসবাসকারি জনগণের অবর্ণনীয় দূঃখ কষ্টের কথা বিবেচনা করে উল্লেখিত জনগুরুত্বপূর্ণ সমস্যা গুলোর সমাধানকল্পে উপরে বর্ণিত স্থান গুলোতে ফ্লাইওভার, আন্ডার পাস, ব্রীজ, রাস্তাঘাট, সুয়ারেজ খাল খনন দ্রত বাস্তবায়নের ব্যবস্থা গ্রহন করে অশেষ কল্যাণ সাধন করতে মহা মহিমের আজ্ঞা কামনা করছি। সেই সাথে আপনার কাছে ১৮ আসনে দোয়া প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১ বিবিসি নিউজ ২৪
Theme Customized BY Shakil IT Park