মাহবুবুর রহমান নাহিদ, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের অনুমোদিত ৩৭০ তম রোভার স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্স –২০২৩, ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ৫ দিনব্যাপী কোর্স কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
২ অক্টোবর ২০২৩ (সোমবার), বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভারের ব্যবস্থাপনায় সন্ধ্যা পরবর্তী সময়ে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্প ফায়ার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশীদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক ও শেরপুর জেলা রোভার সভাপতি আব্দুল্লাহ আল খায়রুম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসকের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ তোফায়েল আহমেদ এবং বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভারের সম্মানিত সহযোজিত সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ হায়দার আলী। এছাড়াও শেরপুর জেলার কলেজ সমূহের অধ্যক্ষ বৃন্দ, শেরপুর জেলা রোভারের কর্মকর্তা বৃন্দ, রোভার ভলান্টিয়ার বৃন্দ ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভার কমিশনার ও সহযোগী অধ্যাপক উত্তম কুমার নন্দী। কোর্স লিডারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস এর লিডার ট্রেইনার সিকদার রুহুল আমিন।উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভারের সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান ও যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মনিরা পারভীন।
উল্লেখ্য, ৫ দিনব্যাপী আয়োজিত কার্যক্রমটিতে শেরপুর জেলা সহ বিভিন্ন জেলার বাংলাদেশ স্কাউটস জেলা রোভার প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন।কোর্স শেষে প্রশিক্ষণার্থীদেরকে সার্টিফিকেট প্রদান করা হয় এবং নৈশ ভোজের আয়োজনে প্রত্যেকেই যোগদান করেন।