মোঃ রুবেল মিয়া,ময়মনসিংহ ব্যুরো: জামালপুরের ইসলামপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান উপজেলার ইলেকট্রিক ও পিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৭ অক্টোবর বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় কালে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান সাংবাদিক ও ইসলামপুর সকল স্থরের জনগণের উদ্দেশ্যে বলেন, ইউএনও হিসাবে আমার দরজা ২৪ ঘন্টা খোলা থাকবে, আমি ইসলামপুরে আপনাদের সেবা করার জন্য এসেছি। আপনাদের যেকোনো সমস্যার কথা আমাকে বলবেন। আমি আপনাদের সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবো। এজন্য সাংবাদিক সহ উপজেলার জনগনের সার্বিক সহযোগিতা কামনা করছি।উক্ত সভায়,উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ, সাধারন সম্পাদক হাফিজ লিটন,সিনিয়র সাংবাদিক আজিজুর রহমান, ফিরোজ খান লোহানী, কোরবান আলী,হাজী লিয়াকত হোসেন লায়ন,শহিদুল ইসলাম কাজল সহ উপজেলার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।