1. admin@bbcnews24.news : admin :
শেরপুরে এএফসি গ্রাসরুটস ফুটবল ডে উদযাপিত - BBC NEWS 24
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ উদ্বোধন শেরপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত শেরপুরে কুড়া ব্যবসায়ী সমিতির সম্পাদকের উপর হামলা চট্টগ্রামে মানসিক প্রতিবন্ধী শিশু নিখোঁজ, ফিরে পেতে মায়ের আকুতি ত্রিশালে জিলানী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার পটিয়ায় বিচার চলাকালীন চেয়ারম্যানের উপস্থিতিতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ভালুকায় ফিসারির পাড় মেরামত করা নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত- ১ ত্রিশালে জিলানী হত্যাকারীদের  গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ভালুকায় প্রাইভেটকারের ভিতরে ধর্ষণের ঘটনায় বিএনপি নেতার ছেলে গ্রেফতার ধোবাউড়ায় বাংলা বর্ষবরণে পান্তা উৎসব

শেরপুরে এএফসি গ্রাসরুটস ফুটবল ডে উদযাপিত

বিবিসি নিউজ ২৪ ডেস্ক
  • সময় : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২৪৫ বার পঠিত

ইসমাইল হোসেন,শেরপুর: তৃণমুলে ফুটবলের জাগরণ শিশু-কিশোরদের মাঝে ফুটবলকে জনপ্রিয় করতে শেরপুরে ১৫ মে রবিবার পালিত হয়েছে “এএফসি গ্রাসরুটস ফুটবল ডে”। “লেটস প্লে” শ্লোগানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ শেরপুর) আয়োজনে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ উপলক্ষে ক্ষুদে ফুটবলারদের নিয়ে এক আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়।জেলা-উপজেলার বিভিন্ন একাডেমী ও ক্লাব-সংস্থার শতাধিক কিশোর ফুটবলার এতে অংশ গ্রহণ করেন। তিন ঘন্টা ব্যাপী এ আনন্দ আয়োজনের উদ্বোধন করেন শেরপুর ডিএফএ সভাপতি মানিক দত্ত। এসময় ক্ষুদে ফুটবলারদের মাঝে বাফুফে প্রেরিত জার্সি বিতরণ করা হয়। পরে স্থানীয় কোচ ও রেফারীদের তত্বাবধানে ক্ষুদে ফুটবলাররা মাঠ প্রদক্ষিণ, ফুটবল শৈলী প্রদর্শন এবং প্রীতি ফুটবল খেলায় অংশ নেয়।খেলা শেষে অংশগ্রহণকারী প্রত্যেক ক্ষুদে ফুটবলারদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরো প্রধান অতিথি এবং প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান বিশেষ অতিথি হিসেবে অংশ গ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এসময় ডিএফএ সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, সহ-সভাপতি সৈয়দ রবিউল করিম মনি, মো. খোরশেদ আলম, কোষাধ্যক্ষ মো. জিন্নত আলী, ফুটবল কোচ সাধন বসাক, গোলাম শাহরিয়ার রবিন, জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, রেফারি শহীদ মিয়া ছাড়াও ডিএসএ-ডিএফএ কর্মকর্তা, সাংবাদিক, ক্রীড়া শিক্ষক, প্রাক্তন খেলোয়াড়, সংগঠক, কোচ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অংশগ্রহণকারী সকলকে নাস্তা প্রদান করা হয়।জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত জানান, রাজধানী ঢাকা সহ দেশের ৪টি জেলায় বাফুফের ব্যবস্থাপনায় ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ২০২২’ আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়। তার মধ্যে শেরপুর জেলা অন্যতম। এ আয়োজানের মধ্য দিয়ে তৃণমুলে ফুটবলের আরো প্রসার ঘটবে এবং শিশু কিশোররা ফুটবলের প্রতি আগ্রহী হবে। এ আয়োজনের মধ্য দিয়ে ইতামধ্যে আমরা অনেক প্রতিভাবান ক্ষুদে ফুটবলারের সন্ধান পেয়েছি। ভবিষ্যতে এসব ক্ষুদে প্রতিভাবে লালন করা গেলে তারা সামনের দিনে দেশের ফুটবলের সম্পদে পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি। এসব ক্ষুদে ফুটবলারদের আমরা নজরে রাখবো এবং তাদের ফুটবলের সাথে সমম্পৃক্ততা বাড়াতে চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১ বিবিসি নিউজ ২৪
Theme Customized BY Shakil IT Park