বিনোদন ডেস্কঃ তরুন সংগীতশিল্পী পিজিত মহাজন,এবার নিজের ইউটিউব চ্যানেল নিয়ে যাত্রা শুরু করলেন।এর আগে দেশের বিভিন্ন সনামধন্য অডিও কোম্পানি গুলোতে তার ডজনের ও বেশী গান প্রকাশিত হয়েছে।
চ্যানেলের প্রথম গান টি প্রকাশিত হচ্ছে অচিরেই।
গান টি দ্বৈত গান।সহ শিল্পী হিসেবে আছেন চ্যানেল আই সেরা কন্ঠ ২০০৯ এর চ্যাম্পিয়ান,এবং ২০২০ শ্রেষ্ঠ কন্ঠশিল্পী (নারী)জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগীত শিল্পী কোনাল।
গানের কথা লিখেছেন,জনপ্রিয় গীতিকার স্নেহাশীষ ঘোস,সুর সংগীত করেছেন চ্যানেল আই ক্ষুদে গান রাজ ক্ষ্যাত সজীব।ভিডিও নির্দেশনায় আছেন রুম্মান আবদুল্লাহ।
গান টি সম্পর্কে কোনাল জানান- প্রসেঞ্জিত (পিজিত মহাজন) আমার অত্যন্ত স্নেহের ভাই। গান পাগল ছেলে সে,সংগীতের নিবেদিত প্রাণ।তার অনেক দিনের ইচ্ছে আমার সাথে দ্বৈত গানের।আর স্নেহাশীষ ঘোষ বরাবর ই দারুন লিখে থাকেন,
সজীব এর সাথে প্রথম কাজ সুন্দর মিউজিক করেছে সে।
পিজিত মহাজন অফিসিয়াল এর জন্য শুভ কামনা।
পিজিত বলেন,কোনাল আপু আমার প্রিয় মানুষ,আমায় অনেক স্নেহ করেন, আপুর গায়কীর ফ্যান আমি সেরা কন্ঠের সময় থেকে।আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার চ্যানেলের প্রথম গান আমি এবং আপু গাইবো।
আপু কে জানালাম,আপু আমার কথা রাখলো।সারাজীবন কৃতজ্ঞ থাকবো আপুর কাছে আমি।