1. admin@bbcnews24.news : admin :
শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি শাকিল চৌধুরী'র জানাজা সম্পন্ন - BBC NEWS 24
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কক্সবাজার -১ আসনে জাপা প্রার্থী হোসনে আরা’র গণজোয়ার  নান্দাইলে বিএনপি’র অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল- পুলিশের বাধায় মিছিল পন্ড ইসলামপুরে চেয়ারম্যানের পেটে জেলেদের চাল ইসলামপুরে আগের মতো ঘোরে না কুমারদের চাকা নান্দাইলে ২৯টি অবৈধ করাতকল ভ্রাম্যমান আদালতে জরিমানা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন ইসলামপুর উপজেলার কমিটি অনুমোদন আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ সমাপনী ও পুরস্কার বিতরণ নান্দাইলে শিক্ষক দম্পতির সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রভাষক ভোটাররা যাতে নির্ভীঘ্নে ভোট দিতে পারে: শেরপুরে ইসি মো. আলমগীর বকশীগঞ্জের কামালপুর পাক হানাদার মুক্ত দিবস পালিত

শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি শাকিল চৌধুরী’র জানাজা সম্পন্ন

বিবিসি নিউজ ২৪ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০০ বার পঠিত

স্টাফ রিপোর্টার: অদ্য ১৯ সেপ্টেম্বর, ২০২৩ (মঙ্গলবার) সকাল ১০.০০ টায় কামারের চর চৌধুরী বাড়ি ঈদগাহ মাঠে চৌধুরী শাহ্ হাসান মুহাম্মদ আব্দুল গোফরান (শাকিল চৌধুরী)’র জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজে অংশগ্রহণ করে তার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, জেলা যুবলীগের সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, শ্রীবরদী সরকারি কলেজের প্রিন্সিপাল আলিফ উল্লাহ, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম, খোশ মাহমুদিয়া ইন্টারমিডিয়েট মাদ্রাসার প্রিন্সিপাল নবী হোসেন, চরমোচারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাব্বির আহমেদ খোকন, চরশেরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম রেজা, লসমনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই, দৈনিক তথ্যধারা পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর আলম এটম, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি অধ্যাপক আব্দুল খালেক, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ। পরিবারের পক্ষ থেকে কথা বলেন মরহুম শাকিল চৌধুরীর বড় ভাই ডেইলি স্টার পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি চৌধুরী আব্দুলাহ আল জুবায়ের (রতন চৌধুরী) ও তার ভাতিজা শাহ্ মুহাম্মদ ইমতিয়াজ চৌধুরী শৈবাল। এছাড়া ফোনে পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন প্রমুখ। জানাজা নামাজ পরিচালনা করেন হাফেজ মাওলানা আমির আলী। তার জানাজা নামাজে প্রায় আড়াই হাজার মানুষ অংশগ্রহণ করেছে। জানাজা নামাজ শেষে চৌধুরী বাড়ি জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, মরহুম শাকিল চৌধুরী ১৯৬০ সালে কামারের চরের বিখ্যাত চৌধুরী পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা শাহ মুহাম্মদ আব্দুল হাকিম চৌধুরী মাতা জেবুউন নেছা হাকিম। শাকিল চৌধুরী ছাত্রজীবনে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সহ সভাপতি, আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩ বার সভাপতি ও একাধিকবার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি শেরপুর সদর উপজেলার খোশ মাহমুদিয়া ইন্টারমিডিয়েট মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১ বিবিসি নিউজ ২৪
Theme Customized BY Shakil IT Park