কামরুল হাসান: চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় তানজিনা আক্তার (১৫) নামে এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টা নাগাদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত তানজিনা ডাকঘর শাহ সূফি মাওলানা নুর আহম্মদ (রঃ) দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী ও ওয়াহেদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।
ডাকঘর শাহ সূফি মাওলানা নুর আহম্মদ (রঃ) দাখিল মাদরাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মাদরাসা থেকে ৫০০ গজ দুরে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন তানজিনা।
এসময় চট্টগ্রামমুখী একটি লরি রাস্তার বাইরে গিয়ে তাকে ধাক্কা দেয়। এরপর আশপাশের লোকজন দৌড়ে এসে তানজিনাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় একটি দ্রুতগামী লরি ধাক্কা দিলে এক ছাত্রী গুরুত্বর আহত হয়। এরপর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। লরি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।